Friday 12 June 2020

what is Computer Networking


প্রিয় বন্ধুরা আমি আপনাদের বাংলা তে কম্পিউটার নেটওয়ার্কিং শেখাবো। চলুন শেখা  যাক তাহলে। 

১. নেটওয়ার্কিং কাকে বলে:-   যখন কোনো একাধিক ব্যাক্তি নিজেদের মধ্যে জিনিস দেয়া নেয়া করে তাকে আমরা নেটওয়ার্কিং বলে থাকি। কম্পিউটার এর ক্ষেত্রে ও একই জিনিস। যখন একের বেশি কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে তখন আমরা তাকে কম্পিউটার নেটওয়ার্কিং বলে থাকি।
            

            দেখুন বন্ধুরা এই ছবিতে একটি কম্পিউটার আর একটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত।


        ২. নেটওয়ার্কিং কত প্রকার আর হয় :- সাধারণত তিন প্রকারের হয় (ইন্টারনেট এ আপনারা                        আর ও অনেক প্রকার দেখতে পারবেন)
                A . LAN 
                B . MAN 
                C . WAN 


                    


            ৩.  LAN (Local Area Network):-   সাধারণত আমরা এই রকম নেটওয়ার্ক গুলো ছোট ছোট                           অফিসে,স্কুল বা বাড়িতে দেখতে পাই। যেখানে একটি নেটওয়ার্ক সুইচ এর এর মাধ্যমে                              কম্পিউটার গুলো একে ওপরে সঙ্গে যুক্ত থাকে।  সীমিত জায়গার মধ্যে এটি কাজ করে.

            ৪. WAN (Wide Area Network ):- এই রকম নেটওয়ার্ক এ আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আর                      এক প্রান্তে কোনো কম্পিউটার কে জুড়ে থাকি। এর সব থেকে বড় উদাহরণঃ  হলো                                  ইন্টারনেট। এর মাধ্যমে আমরা আমাদের ভৌগলিক সীমারেখাকে অতিক্রম করে অন্য                             জায়গার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। 

            ৫.  MAN (Metropolitan Area Networks):- এই রকম নেটওয়ার্ক হলো LAN এবং WAN দুটো                          নেটওয়ার্ক এর মধ্যবর্তী। এর সাহায্যে আমরা অনেক গুলো LAN কে জুড়তে পারি সেটা                      বিভিন্ন শহর অতিক্রম করতে পারে।